Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অঙ্গীভূত আনসারদের প্যানেল পরবর্তী অফার প্রাপ্তি
বিস্তারিত

অঙ্গীভূত আনসারদের প্যানেল পরবর্তী অফার প্রাপ্তির সময় লক্ষনীয়ভাবে হ্রাস পেয়েছে


প্রকাশন তারিখ : 2018-01-10      সূত্রঃ www.ansarvdp.gov.bd

অঙ্গীভূত আনসারদের প্যানেল পরবর্তী বিরতিকাল লক্ষণীয় মাত্রায় হ্রাস

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসারদের কর্মকাল ৬মাস অবধারিত বিরতিতে আবর্তিত হয়ে ৩ বছর। স্মার্টকার্ডধারী আনসারদের অঙ্গীভূত করণ প্রক্রিয়াটি একটি অটোমেটেড সিস্টেমে পরিচালিত হয়ে থাকে। আনসারদের নিধারিত বিরতিকালের পরেও অফার পাবার জন্য ৩ থেকে ৪ মাস অপেক্ষা করতে হত। বর্তমানে প্যানেলে আসার পর এ বিরতি কাল ৩-৪ মাস থেকে কমে ১৫দিনে এসে দাঁড়িয়েছে। এর ফলে নির্ধারিত বিরতির পর একজন আনসার যখন স্বয়ংক্রিয়ভাবে প্যানেলভুক্ত হয় তারপর আর অফারপেতে তাদের দীর্ঘ সময় আর  অপেক্ষা করতে হচ্ছে না। 

এইচ আরএম সিস্টেমে সাম্প্রতিক কিছু উন্নয়ন কার্যক্রম গ্রহণ করায় এবং অফার প্রত্যাশী আনসারদের ক্রমাগত সচেতন করায়  অফার প্রাপ্তিতে এ কাংখিত ফলটি অর্জিত হয়েছে। 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/01/2018
আর্কাইভ তারিখ
19/02/2018